ডিজিটাল মার্কেটিং কি?। কিভাবে ডিজিটাল মার্কেটিং করবেন?

 
আসসালামুআলাইকুম।  Learn With Nayim  এর পক্ষ থেকে আপনাকে জানাই স্বাগতম। ডিজিটাল মার্কেটিং কি এবং কিভাবে ডিজিটাল মার্কেটিং করবেন? এই বিষয়ে আজ আলোচনা করব। সময় এবং যুগে, ইন্টারনেট ছাড়া একটি উন্নত  পৃথিবী কল্পনা করা যাবেনা।  

সারা বিশ্বে 4.5 বিলিয়নেরও বেশি সক্রিয় ব্যবহারকারীদের, নানান ওয়েব তথ্য ভাগাভাগি এবং প্রচারের প্রধান কেন্দ্র হয়ে উঠেছে  ইন্টারনেট। অনলাইন জগতের এই রূপান্তরটি ব্যবসায়ীরা তাদের পণ্য এবং পরিষেবাগুলিকে প্রচার করার উপায় হিসেবে ব্যবহার করেছে ৷

বিপণন সবসময় সঠিক জায়গায় এবং সঠিক সময়ে সঠিক ব্যাক্তি বা প্রতিষ্ঠানের সাথে সংযোগ স্থাপনের মাধ্যমে করা হয়। এর অর্থ হল আপনার তাদের সাথে দেখা করতে হবে, যেখানে তারা ইতিমধ্যে সময় কাটাচ্ছে। যেমন; বিভিন্ন ইন্টারনেট মাধ্যম ইউটিউব , ফেসবুক, টুইটার, ইমেল, ইত্যাদি। 

ডিজিটাল মার্কেটিং এর সাথে প্রথাগত বিপণনের মতো কিছু একই নীতি জড়িত । এবং বেশির ভাগ কোম্পানি গুলো  গ্রাহকদের কাছে যাওয়ার এবং তাদের আচরণ বোঝার জন্য একটি নতুন উপায় হিসেবে ডিজিটাল মার্কেটিং প্লাটফর্ম গুলো ব্যবহার করছে । কোম্পানিগুলি প্রায়ই তাদের কৌশলে  ঐতিহ্যগত প্রথার সাথে এবং ডিজিটাল বিপণন কৌশলগুলিকে একত্রিত করছে।

এই ব্লগে, আমরা ডিজিটাল মার্কেটিং কী এবং কীভাবে আপনি আপনার ব্র্যান্ডের প্রচার করতে ডিজিটাল মার্কেটিং ব্যবহার করবেন তা নিয়ে আলোচনা করব। 

ডিজিটাল মার্কেটিং কি?

সাধারনভাবে মার্কেটিং অর্থ প্রচার প্রচারণা। কোন প্রোডাক্ট বা পণ্য বা সেবা সম্পর্কে জনসাধারণের কাছে  অবহিত করাকেই মার্কেটিং বলে। অন্যদিকে ডিজিটাল মার্কেটিং হচ্ছে, ডিজিটাল মিডিয়া বা ডিজিটাল মাধ্যমকে ব্যাবহার করে অনলাইন/ইন্টারনেট এর মাধ্যমে পণ্যের বা সেবার প্রচার বা প্রচারণার প্রক্রিয়া। 

উদাহরনঃ ইমেইল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ওয়েব-ভিত্তিক বিজ্ঞাপন, SEO মার্কেটিং ইত্যাদি ডিজিটাল মার্কেটিং এর জনপ্রিয় উদাহরণ

 কেন করবেন ডিজিটাল মার্কেটিং ?

 এতক্ষণ আমরা জানলাম ডিজিটাল মার্কেটিং কি ? এবার আমরা জানবো কি কারনে ডিজিটাল মার্কেটিং আমরা করবো। আধুনিক যুগ তথ্য প্রযুক্তির যুগ । প্রযুক্তির কল্যাণে এখন মানুষ অনলাইন/ইন্টারনেট এর মাধ্যমে পণ্যের বা সেবার প্রচার বা প্রচারণার কাজ পরিচালনা করছে।

এক্ষেত্রে যেমন সময় বাঁচে তেমনি প্রোডাক্টটিভিটি বৃদ্ধি পায়। বর্তমান যুগে “ডিজিটাল মার্কেটিং” কি আপনি যদি তা না জেনে থাকেন তাহলে আপনি অনেকটা পিছিয়ে পরে আছেন। আপনি যদি কোন ব্যবসা বাণিজ্যের সাথে জড়িত থাকেন বা ভবিষ্যতে যুক্ত হবেন এ রকম সম্ভাবনা থাকে তাহলে ডিজিটাল মার্কেটিং শিখে নেওয়াটা আপনার জন্য জরুরী।

 ডিজিটাল মার্কেটিং এর একটা ছোট উদাহরণ দেই। যেমনঃ আপনি যখন আপনার ফোনে বিনোদনের জন্য মাঝে মাঝে ভিডিও দেখেন তখন আপনার সামনে হঠাৎ করেই বিভিন্ন বিজ্ঞাপন শো করে। এই মার্কেটিং টি হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর একটি পদ্ধতি।


নিজের বিজনেসকে অনেক দূর এগিয়ে নিতে ডিজিটাল মার্কেটিং এর ভূমিকাঃ

যেকোনো বিজনেসকে এগিয়ে নিতে ডিজিটাল মার্কেটিং এর ভূমিকা অপরিসীম। এটি  শিখে আপনি আপনার বিজনেসকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারবেন এতে কোন সন্দেহ নেই। ব্যবসায় দ্রুত সফলতা পেতে ডিজিটাল মার্কেটিং কি এটা  জানা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।


কোনো প্রোডাক্ট (Product) বা পণ্য বা সেবা মার্কেটিং বা প্রচার-প্রচারণা করার জন্য মানুষের ঘরে ঘরে বা দোকানে দোকানে যেতে পারি এমন দিন এখন নেই বললেই চলে। এগুলো মার্কেটিং এর পুরাতন বা গতানুগতিক পদ্ধতি। এই পদ্ধতিতে সময় অনেক অপচয় হয়। এর পাশাপাশি পণ্যের প্রচার বা প্রচারণার জন্য অনেক টাকা খরচ করতে হয়।

আর সব থেকে বড় সমস্যা হল এই পুরাতন বা গতানুগতিক পদ্ধতিতে অধিক মানুষের কাছে পণ্যের মার্কেটিং করা সম্ভব হয় না। এজন্যই মূলত ডিজিটাল মার্কেটিং এর চাহিদা দিন দিন বেড়ে যাচ্ছে।  প্রযুক্তির কল্যাণেই এটা সম্ভব হয়েছে। ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে আমরা ঘরে বসেই কিছু সময়ের মধ্যে অধিক সংখ্যক নির্দিষ্ট অডিয়েন্সের কাছে আমাদের প্রোডাক্ট বা পণ্যের মার্কেটিং করতে পারি। 

কিভাবে ডিজিটাল মার্কেটিং করবেন?


 এটি এমন একটি অনলাইন-ভিত্তিক যুগ যেখানে বেশিরভাগ কেনাকাটা অনলাইনে করা হয়। সারা বিশ্বের ব্যবসাগুলি বিলবোর্ড বিজ্ঞাপন থেকে ডিজিটাল বিজ্ঞাপনে বৈপ্লবিক পরিবর্তন নিয়ে আসেছে ৷ ডিজিটাল মার্কেটিং শুধুমাত্র একটি ট্রেন্ডিং মার্কেটিং টুল নয়। এটি এখন পর্যন্ত আবিষ্কৃত মার্কেটিং এর সবচেয়ে কার্যকরী ফর্ম হিসেবে বিবেচিত হয়। এবং এর ফলাফল অত্যন্ত  দৃশ্যমান। 

ডিজিটাল মার্কেটিং-এর সাহায্যে, ব্যবসাগুলি বিপণনের সীমাবদ্ধতা গুলিকে অতিক্রম করেছে এবং অনলাইন লিডগুলি থেকে প্রচুর মুনাফা অর্জন করেছে ৷ ডিজিটাল মার্কেটিং করার জন্য অনেকগুলো পদ্ধতি রয়েছে। তবে এমন কিছু পদ্ধতি রয়েছে যেগুলো আমাদের ডিজিটাল মার্কেটিং এর ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ।

ডিজিটাল মার্কেটিং এর গুরুত্বপূর্ণ বিষয়গুলো জানার জন্য পরবর্তী কন্টেন্টের জন্য অপেক্ষা করে সাথে থাকুন।


No comments

Powered by Blogger.